![]() |
লালমনিরহাট: জেলার হাতীবান্ধা উপজেলায় মাথাবিহীন দুই পা-অলা একটি ছাগল-ছানার জন্ম হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার নাওদাবাস ইউনিয়নের কেকতীবাড়ী বাজার এলাকার মাছ-ব্যবসায়ী জাহেদুল ইসলামের বাড়িতে এটি জন্ম নেয়। খবর পেয়ে অস্বাভাবিক ছাগল-ছানাটিকে দেখতে জাহেদুলের বাড়িতে জমেছে উৎসুক জনতার ভীড়।
জাহেদুল ইসলাম জানান, সকালে তাদের বাড়ির একটি ছাগল ছানাটি প্রসব করে। ছানার মাথা না থাকায় এর নাক-মুখও নেই। তবে মাথার কাছে দুটি ছিদ্র আছে, যা দিয়ে সে শ্বাস-প্রশ্বাসের কাজ চালিয়ে নিচ্ছে।
এদিকে, হাতীবান্ধা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বাবুল হোসেন জানান, হরমোন ও জিনগত সমস্যার কারণে এ ধরনের ছানার জন্ম হতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এনএএস/এসজে/এসডি