artk
৭ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ২১ জুন ২০১৮, ৬:০৯ অপরাহ্ন

শিরোনাম

ময়মনসিংহে বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড

জেলা সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮৩২ ঘণ্টা, বৃহস্পতিবার ০৫ জানুয়ারি ২০১৭


ময়মনসিংহে বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড - জাতীয়

ময়মনসিংহ: জেলা বিএনপির পূর্বঘোষিত কালো পতাকা মিছিল ও সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের জন্য শহরের নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে জড়ো হন নেতাকর্মীরা। এসময় পুলিশ বাধা দিলে মিছিল বের করতে না পেরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, বিএনপি নেতা কাজী রানা, শিব্বির আহমেদ বুলু, অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল, কায়কোবাদ, শ্রমিক দল নেতা আবু সাঈদ উপস্থিত ছিলেন।

সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, “বিএনপিকে মিছিল-সমাবেশ করতে না দিয়ে সরকার আবারো গণতন্ত্রকে গলা টিপে হত্যা করলো।” এ ঘটনার তীব্র নিন্দা জানান বিএনপির এ সাংগঠনিক সম্পাদক।

নিউজবাংলাদেশ.কম/আরএইচআর/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য