artk
৬ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ২০ এপ্রিল ২০১৮, ৫:১৯ পূর্বাহ্ণ

শিরোনাম

জয়পুরহাটে বিএনপির মিছিলে পুলিশের বাধা ফাঁকা গুলি

জেলা সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৪৫৯ ঘণ্টা, বৃহস্পতিবার ০৫ জানুয়ারি ২০১৭


জয়পুরহাটে বিএনপির মিছিলে পুলিশের বাধা ফাঁকা গুলি - রাজনীতি
ফাইল ফটো

জয়পুরহাট: জয়পুরহাটে ‘গণতন্ত্র হত্যা দিবসে’ বিএনপির বিক্ষোভ মিছিলে ফাঁকা গুলি চালিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিএনপির ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে রেলগেট এলাকায় পুলিশ বাধা দেয়। এসময় মিছিলটি ছত্রভঙ্গ করতে এক রাউন্ড ফাঁকা গুলি চালানো হয়। পরে মিছিলটি ঘুরে এসে জেলা বিএনপি অফিসে অবস্থান নেয়।

সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান। তিনি বলেন, ‘‘পুলিশ শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়েছে।”

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন- সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, অধ্যাপক আমিনুল ইসলাম বকুল, অধ্যক্ষ সামছুল হক, মুশফিকুর রহমান বুলু, জেলা যুবদলের সভাপতি সেলিম রেজা ডিউক, শাহনেওয়াজ কবির শুভ্র, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

নিউজবাংলাদেশ.কম/বিকে/এমবি/ এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত