artk
৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৮ অক্টোবর ২০১৮, ১:৩০ অপরাহ্ন

শিরোনাম

নতুন বছরেই ফরহাদের প্রথম চলচ্চিত্র

বিনোদন প্রতিবেদক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২১০১ ঘণ্টা, শনিবার ৩১ ডিসেম্বর ২০১৬


নতুন বছরেই ফরহাদের প্রথম চলচ্চিত্র - বিনোদন
ছবি: সংগৃহীত।

নাটক, মিউজিক ভিডিও নির্মাণ করে অনেক আগেই প্রশংসা কুড়িয়েছেন তরুণ নির্মাতা ফরহাদ আহমেদ। ব্যস্ত রয়েছেন বিজ্ঞাপনের কাজ নিয়েও। তবে এবার চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন তিনি। নতুন বছরেই নিজের প্রথম চলচ্চিত্রের কাজে হাত দিবেন এই নির্মাতা।

এই প্রসঙ্গে ফরহাদ আহমেদ নিউজবাংলাদেশকে বলেন, ‘নতুন বছরে চলচ্চিত্র নিয়ে আসছি। সব ঘরানায় কাজ করা হলেও চলচ্চিত্র নির্মাণ আমার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই কাজ করছি।’

চলচ্চিত্রের নাম এবং কে থাকছেন তার প্রথম ছবিতে এই প্রশ্ন করা হলে নির্মাতা বলেন, ‘চলচ্চিত্র নিয়ে আপাতত কোন কিছু জানাতে পারছি না। তবে হতাশ হবার কিছুই নেই। খুব শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানাব।’

নির্মাতা আরও বলেন, ‘নতুন বছর নতুন ভাবেই শুরু করতে চাই। তাই পুরো বছর জুড়ে চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাচ্ছি। কারণ এইটা আমার প্রথম চলচ্চিত্র তাই আপাতত এইটা ছাড়া কিছুই ভাবছি না। তবে পাশাপাশি বিজ্ঞাপন নির্মাণ চালিয়ে যাব।’


নিউজবাংলাদেশ.কম/এআরকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য