artk
৯ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, রোববার ২২ এপ্রিল ২০১৮, ২:৪২ অপরাহ্ন

শিরোনাম

শীতে আঙুল ফোলা: লেবু-পেঁয়াজ-রসুনের রসে মিলবে আরাম

লাইফস্টাইল ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১১৫২ ঘণ্টা, মঙ্গলবার ২৭ ডিসেম্বর ২০১৬


শীতে আঙুল ফোলা: লেবু-পেঁয়াজ-রসুনের রসে মিলবে আরাম - লাইফস্টাইল
ফাইল ছবি

শীতের মরশুমে নানান শারীরিক সমস্যার সম্মুখীন হয় অনেকেই। সেই সমস্যাগুলোর মধ্যে অন্যতম আঙুল ফুলে যাওয়া। শীত আসলেই নারীদের ক্ষেত্রেই বেশি দেখা যায় এ সমস্যা। কিন্তু জানেন কি দৈনন্দিন ব্যবহার করা হয় এমন উপাদানেই সহজে সুরাহা মিলবে?

পাতি লেবু: আঙুলের ফোলা জায়গায় পাতি লেবুর রস লাগালে হাতেনাতে কাজ হবে।

পেঁয়াজ: পেঁয়াজ শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে এবং জীবাণু প্রতিরোধেও সাহায্য করে। তাই আঙুলের ফোলা জায়গায় পেঁয়াজ লাগালে দ্রুত ফল মিলবে।

রসুন: রসুনে অ্যান্টিসেপ্টিকের বৈশিষ্ট্য থাকার ফলে সহজেই ফুলে যাওয়া আঙুলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

শালগম: স্বাস্থ্যের জন্য বেশ উপকারী শালগম। ব্যথা কমাতেও সাহায্য করে। তাই এই সমস্যাতেও কাজ দেয় শালগম।

আলু: আলু কেটে নুন মিশিয়ে ফোলা আঙুলে লাগান। নিমেষেই মুক্তি পাবেন ফোলা আঙুলের চুলকানি থেকে।

গোলমরিচ এবং সর্ষের তেল: সর্ষের তেলে গোলমরিচ মিশিয়ে তা গরম করুন। তারপর আঙুলে লাগান।

গ্লিসারিন: রুক্ষ ত্বক থেকে মুক্তি পেতে অনেকেই গ্লিসারিন ব্যবহার করেন। আঙুল ফুলে গেলে গ্লিসারিনের সঙ্গে পরিজ এবং ডিমের মিশ্রণ তৈরি করে লাগান। তারপর কাপড় দিয়ে বেঁধে রাখুন। দ্রুত ফল মিলবে। 

 

নিউজবাংলাদেশ.কম/এমবি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য