artk
৭ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২১ এপ্রিল ২০১৮, ৩:৫৬ পূর্বাহ্ণ

শিরোনাম

সিডনিতে বড়দিনের ছুটিতে নানা ইসলামি আয়োজন

নাইম আবদুল্লাহ, সিডনি সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১০০১ ঘণ্টা, রোববার ২৫ ডিসেম্বর ২০১৬ || সর্বশেষ সম্পাদনা: ১২৪৭ ঘণ্টা, রোববার ২৫ ডিসেম্বর ২০১৬


সিডনিতে বড়দিনের ছুটিতে নানা ইসলামি আয়োজন - প্রবাস

সিডনি (অস্ট্রেলিয়া): সিডনিতে বড়দিন উপলক্ষে চারদিনের ছুটি। এসময় মুসলিম সম্প্রদায় বিভিন্ন মসজিদ ও ইসলামি প্রতিষ্ঠানে দিনি কুরআন ও ইসলামি আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

রুটিহিল মসজিদে গত ২৩ ডিসেম্বর শুক্রবার বাদ আসর থেকে শুরু করে সোমবার ফজর পর্যন্ত এ ইজতেমা ও ইসলামি জলসা চলবে। ফজর নামাজের পর মুসলিম বিশ্ব ও উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এ ইজতেমায় অংশগ্রহণ করছেন। প্রতিবছর ডিসেম্বর মাসে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের ছুটিতে অস্ট্রেলিয়ায় এ ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে।

সাউথ আফ্রিকা থেকে আগত হযরত মাওলানা সোলেমান খাতানি শনিবার বাদ আসর রুটিহিল জামে মসজিদে ‘আল্লাহর সৃষ্টি ও নেয়ামত’ সম্পর্কে বিশেষ বয়ান করেন।

বিদেশবাংলা২৪ডটকমের প্রধান সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন ইজতেমাস্থল থেকে এ তথ্য জানান।

এছাড়া গত শুক্রবার জুমার নামাজে সিডনির বিভিন্ন মসজিদ ও কনভেনশন সেন্টারগুলিতে মুসুল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

নিউজবাংলাদেশ.কম/এনএ/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত