artk
৬ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, রোববার ২০ মে ২০১৮, ৭:৩০ অপরাহ্ন

শিরোনাম

সিডনিতে সারগাম আয়োজিত বিজয় সন্ধ্যা অনুষ্ঠিত

নাইম আবদুল্লাহ, সিডনি সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৫২১ ঘণ্টা, মঙ্গলবার ২০ ডিসেম্বর ২০১৬


সিডনিতে সারগাম আয়োজিত বিজয় সন্ধ্যা অনুষ্ঠিত - প্রবাস

সিডনি (অস্ট্রেলিয়া): শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিডনিস্থ ওয়ালি পার্কের মধ্যে হরাইজন থিয়েটারে সারগাম কালচারাল সোসাইটির আয়োজনে বিজয় সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

‘এসো আজ বিজয়ের দিনে, কবিতা গানে হারিয়ে যাই’ স্লোগান নিয়ে এ দিবসটি উদযাপন করা হয়।

সারগাম আয়োজিত বিজয়ের এই উৎসব সাজানো হয়েছিল বাংলাদেশ থেকে আগত স্বনামধন্য জনপ্রিয় বাচিক শিল্পী এবং প্রশিক্ষক মাহিদুল ইসলাম মাহির কবিতা আবৃতি দিয়ে।

এছাড়াও প্রবাসী প্রতিষ্ঠিত সংগীতশিল্পী রাহুল হাসান ও নাসিম হোসাইন গান পরিবেশন করেন। কবিতা ও নাটকে অংশ নেন ফারজানা হাসান ও শারমিন জাহান।

দেশের কবিতা দিয়ে বিজয়ের অনুষ্ঠান শুরুর পর নাসিম হোসাইন গান পরিবেশন করেন।

তারপর ফারজানা হাসান ও শারমিন জাহানের কবিতা আবৃতি ও নাটক ‘বীরঙ্গনার কাহিনী’ মঞ্চস্থ হয়। রাহুল হাসানের দেশের গান আর মাহিদুল ইসলামের কবিতা দর্শক শ্রোতাদের বিমোহিত করে রাখে।

সবশেষে রাহুল হাসান আমন্ত্রিত অতিথিরা ও হরাইজন থিয়েটারের পরিচালক মাড্ডিকে আন্তরিকভাৱে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজবাংলাদেশ.কম/এনএ/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য