artk
৯ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২৩ জুন ২০১৮, ৫:৪৮ অপরাহ্ন

শিরোনাম

নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন দাবি

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৬০৩ ঘণ্টা, সোমবার ০৫ ডিসেম্বর ২০১৬ || সর্বশেষ সম্পাদনা: ১৬০৩ ঘণ্টা, সোমবার ০৫ ডিসেম্বর ২০১৬


নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন দাবি - প্রবাস

ঢাকা: বেতন-ভাতার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নন-এমপিও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সোমবার বাংলাদেশ নন-এমপিও নিম্নমাধ্যমিক শিক্ষক-কর্মচারী ফোরাম এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংগঠনের সাধারণ সম্পাদক মোকারম হোসেন সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে বলেন, দেশের এক হাজার ৩৩৩টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় আছে। সেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করে আসছে শিক্ষকরা। নন-এমপিও এসব বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা হতাশাগ্রস্ত ছিলেন।

গত ২৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত পরিপত্রে অনুমোদিত নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করায় শিক্ষকরা আশাবাদী হয়েছে। এখন শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেয়া হবে বলে তারা আশাবাদী।

সংবাদদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন নেতা।


নিউজবাংলাদেশ.কম/এমএস/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য