artk
৮ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২৪ অক্টোবর ২০১৮, ১:২৩ পূর্বাহ্ণ

শিরোনাম

মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় ২ যুবকের পা থেতলে গেছে

মুন্সীগঞ্জ সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৩৩৮ ঘণ্টা, রোববার ০৩ সেপ্টেম্বর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৬১৩ ঘণ্টা, রোববার ০৩ সেপ্টেম্বর ২০১৭


মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় ২ যুবকের পা থেতলে গেছে - জাতীয়
ফাইল ফটো

মুন্সীগঞ্জ সদর লঞ্চ টার্মিনালে লঞ্চের ধাক্কায় দুই যুবকের পা থেতলে গেছে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার ঈদুল আজহার দিন সন্ধ্যা ৭টায় মুন্সীগঞ্জ সদরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার লঞ্চঘাটে ঢাকা-ভাণ্ডারিয়া-হুলারহাটগামী লঞ্চ ‘আওলাদ-২’ এর ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোস্তফা (১৮) ও রাশেদ (১৮)। তারা চাঁদপুরের বাসিন্দা বলে জানা যায়।

আওলাদ-২ লঞ্চটি নিয়মিত এই ঘাটে ভেড়ে। সন্ধ্যায় লঞ্চটি হঠাৎ করেই টার্মিনালের অনেক উপরে উঠে গেলে দুর্ঘটনা ঘটে। এরপর লঞ্চটি দ্রুত সটকে পড়ে।

মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. প্রণয় বলেন, “একজনের একটি পা নিশ্চিত ফেলে দিতে হবে। দুজনের চার পা-ই ঝুঁকিতে আছে। আমরা তাদের ঢাকায় পাঠিয়েছি।”

মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখছি।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য